Logo

আন্তর্জাতিক    >>   ইসরাইলের ডাবলিনে দূতাবাস বন্ধ

ইসরাইলের ডাবলিনে দূতাবাস বন্ধ

ইসরাইলের ডাবলিনে দূতাবাস বন্ধ

ইসরাইলের রাজধানী তেল আবিব আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই ঘোষণা আসে। এই পদক্ষেপের কারণ হিসেবে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগকে সমর্থন এবং আয়ারল্যান্ডের ‘কট্টর ইহুদীবিদ্বেষী’ নীতির অভিযোগ করেছে।

ইউরোপের কয়েকটি দেশে আয়ারল্যান্ড একমাত্র দেশ যারা ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। চলতি বছরের মে মাসে স্পেন ও নরওয়ের সঙ্গে নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতি দেয় দেশটি। পরবর্তীতে, গত সপ্তাহে আয়ারল্যান্ডের পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইসিজে উত্থাপিত গণহত্যাকেও সমর্থন করে। এসব কারণেই সাম্প্রতিক সময়ে ইসরাইলের সঙ্গে আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে এবং সেই অবনতির চূড়ান্ত রূপ দেখা গেল ডাবলিনে দূতাবাস বন্ধের ঘোষণার মধ্য দিয়ে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেছেন, ‘ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করেছে আয়ারল্যান্ড। তারা ইহুদিবিদ্বেষনীতি গ্রহণ করেছে এবং আইসিজেতে গণহত্যার অভিযোগকে সমর্থন করেছে।’ তিনি আরও বলেন, ‘এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ায় ডাবলিনে ইসরাইলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল।’

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস এই ঘোষণাকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert